রাতের রাজধানী

রাতের রাজধানী

রাতের রাজধানী অপূর্ব সাজে সেজেছে।
পথে পথে আলোক তোরণ, নক্ষত্রমালা
স্বচ্ছ জল ফোয়ারায় বর্ণিল রঙের ছটা
বাজছে ভেরী বাজছে নিনাদ; ধর্মচক্ররাজ
এ পথে পুষ্পমাল্য আলোক শোভিত রথে
চলে যাবেন আর দু হাতে বিলিয়ে দেবেন
তাঁর শেষ কড়িটুকু, এ তাঁর এক ব্রতপালন।

দরিদ্র জনসাধারণ বৎরের এই একটি বিশেষ
দিনের অপেক্ষায় থাকে, সেই শুভ মুহুর্তটি।
ঐ তিনি আসেন, মুখে কি অদ্ভুত প্রশান্তি।
দাও দাও, চারিদিক থেকে ওঠে কোলাহল।

তিনি ধীর স্থির অবিচল, পার্শ্ববর্তী বিশ্বস্ত
রক্ষীরা এক একটি দানসামগ্রী তাঁর হাতে
তুলে দেয় অত্যন্ত সযত্নে, অবনত মস্তকে।
চারিদিক থেকে প্রপাতের ন্যায় শব্দ জাগে
জয় জয় মহারাজের জয়, আজ এই পবিত্র
রজনীতে রাজধানী পরম পরিতৃপ্ত, আশ্বস্ত।

ক্রমে ঐ দেখা যায় দিকচক্রবালে তাঁর দৃপ্ত
পুন্যাবয়ব ক্রমশঃ দীর্ঘকায় হতে হতে দূরে
আকাশ ছুঁয়ে নেয় সপ্তর্ষিমণ্ডলের বিন্যাসে।

2 thoughts on “রাতের রাজধানী

  1. ' ক্রমে ঐ দেখা যায় দিকচক্রবালে তাঁর দৃপ্ত
    পুন্যাবয়ব ক্রমশঃ দীর্ঘকায় হতে হতে দূরে
    আকাশ ছুঁয়ে নেয় সপ্তর্ষিমণ্ডলের বিন্যাসে।'

    বেশ ভালো একটি লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু পাশে থাকার জন্য ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।