প্রাক্তণ কথারা
আমার প্রাক্তণ কথারা এখন আছড়ে পরে
মনের দেউড়িতে
আমি নিথর বালিয়ারির উঠোন এক,
আমাতে নেমে আসে দুঃসময়ের রোদ।
প্রাক্তণ কথারা লিখে রাখে বাতাসে-
বুনোচোখে রোম্যান্সগাঁথুনি কিছু মহুর্ত।
নাকডুবো জলে ভেসে আসা স্বাক্ষীমাছ
এবারও গিলে নেবে পোড়ারুটির তাপসমূহ-
পোড়া রুটি মানে পাঁজরভাঙ্গার কষ্টের থালা…
আমি তো কথাদের ভিরে ব্যর্থ এক মেঘ,
বৃষ্টি নামলে আমিও অতীতের ভিরে ছেঁকে উঠি,
এখনও এই উঠোনে কথারা নাচলে
কিছু সুপ্ত কথা ঝুনুর ঝুনুর বাজে….
লেখাঃ ২০/৯/১৭ইং
অসাধারণ আপনার কথা মালা। ভালো লাগে প্রিয় কবি। অভিনন্দন।
নাকডুবো জলে ভেসে আসা স্বাক্ষীমাছ
এবারও গিলে নেবে পোড়ারুটির তাপসমূহ-
পোড়া রুটি মানে পাঁজরভাঙ্গার কষ্টের থালা…
চমৎকার