শূন্য মাঠের দুঃখ কি

শূন্য মাঠের দুঃখ কি

এক গাদা স্মৃতির সবুজ পাহাড়
দু’চোখে দেখে লাভ কি !
জলে ভিজা ঝর্ণাধারা আবার দুঃখ কি
বালু ভরা চর সে তো বোঝে-
সুখের তফাদটা কি?

আখের ছোঁয়ায় চিনাবাদাম
সে তো ভালোই হয়- কথায় ছলার উদাম-
এক গাদা কষ্ট সুখের পূর্ণিমা চাঁদ
সে তো নিশি পুড়া জোনাকি-
রাতের গভীরে একাকি।

নৈঃশব্দে রাখালি বাঁশির ভাবনা
খেলতাম বদমদাড়ি গোল্লাছুট আরও কত না
শুন্য মাঠ যে কাঁদে এখন খেলা আর হয় না
সে তো অপেক্ষার শুকনো বাগান
গোলাপের লাল পাঁপড়ি।

এক অডিট টিমের হিসাবের খাতা
সে তো হয়েছে নিষ্ফল
তবুও কথায় এক আর্তনাদ ছুঁটে চল
তাতে লাভ কি ভালোবাসার ছল
আবার তাতে দুঃখ কি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “শূন্য মাঠের দুঃখ কি

  1. 'নৈঃশব্দে রাখালি বাঁশির ভাবনা
    খেলতাম বদমদাড়ি গোল্লাছুট আরও কত না
    শুন্য মাঠ যে কাঁদে এখন খেলা আর হয় না
    সে তো অপেক্ষার শুকনো বাগান
    গোলাপের লাল পাঁপড়ি।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শূন্য মাঠের দুঃখ কি  কবিতার শিরোনামটাই একটা কবিতা যেন 

মন্তব্য প্রধান বন্ধ আছে।