মোনাজাতের মহিমা

মোনাজাতের মহিমা

গণিকা বাড়ির দরবারে দরবেশের ধ্যান
সমৃদ্ধির মোনাজাতে পরিবেশ
জটিল হলে উত্তেজিত জনতার ব্যথা
উপশমে অন্দরমহল থেকে প্রকাশ্য প্রান্তরে
উপস্থিত হয় মেহেরজান। তার আগমনে
উতপ্ত বেলুন ফুটো হয়ে যায়, বিশিষ্ট কয়েক
বিতণ্ডাকারী নিজেদের শিশ্নে গরম
অনুভব করেন। পাততাড়ি গোটাবার মানসে
পিগলিত হাসির ম্যারাথনে গলির
কুকুরের মতো তাড়া খাওয়া তারা দূরত্বে
নিজেদের জলসাকে পরিমিত পর্যায়ে
পৌঁছান। নিজের ঘরের ছিদ্র দিয়ে
অহরহ বদ্ বায়ু প্রবাহিত হলে
অন্যের মূল্যবৃদ্ধিতে অসহিষ্ণু হতে হয়
না, এই বোধ জাগ্রত হলে দরবেশ
নির্বিঘ্নে আপন কার্য সমাধা করে…

গণিকা বাড়ির মেহেরজান মাথার
ঘোমটা ফেলে বিশিষ্টজনের পাতে
পরিবেশন করে সুস্বাদু পোলাও
শিশ্নের উত্তাপ উপেক্ষা করে পোলাও
মগ্ন তারা মেহেরজানের উত্তরোত্তর
সমৃদ্ধি কামনা করে। ঘিয়ের সুগন্ধি
নাকে লাগিয়ে তারা ফিরে আপন গণিকালয়ে

1 thought on “মোনাজাতের মহিমা

মন্তব্য প্রধান বন্ধ আছে।