লিমেরিক ১৩
তবু দ্যাখো হাসে খিল খিল
কখনো কি ভেবেছো আকাশখানি কেন ঘন নীল
লুকায় ভয়ে, যেই আসে কালো আঁধার অনাবিল;
রাতের নীরব কান্না শুনেছো কখনো
বাতাসেও বাজে, বাতাস বিষাক্ত যেন
অসহ যন্ত্রণায় মানুষ তবু দ্যাখো হাসে খিল খিল।
লিমেরিক ১৩
তবু দ্যাখো হাসে খিল খিল
কখনো কি ভেবেছো আকাশখানি কেন ঘন নীল
লুকায় ভয়ে, যেই আসে কালো আঁধার অনাবিল;
রাতের নীরব কান্না শুনেছো কখনো
বাতাসেও বাজে, বাতাস বিষাক্ত যেন
অসহ যন্ত্রণায় মানুষ তবু দ্যাখো হাসে খিল খিল।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হাইকু'র মতো এমন ছোট ছোট লিখন শৈলী লিমেরিক পড়তে ভালোই লাগে।