অন্ধকার কোথায়?
কোথায় আলো?
মনে সূর্য থাকে, চাঁদও তো থাকে
দিন আছে, রাতও তো আছে
জাগরণে কিংবা ঘুমে
আমি কোথাও নেই, আছে মন;
বোবা চোখ দেখেই যায়
অনুভব শুধুই মনে
আমি কিছু চাই বা না চাই, মন চায়
সব চাওয়া মনই চায়;
কি করব এই মন নিয়ে?
তুই ছাড়া।
অন্ধকার কোথায়?
কোথায় আলো?
মনে সূর্য থাকে, চাঁদও তো থাকে
দিন আছে, রাতও তো আছে
জাগরণে কিংবা ঘুমে
আমি কোথাও নেই, আছে মন;
বোবা চোখ দেখেই যায়
অনুভব শুধুই মনে
আমি কিছু চাই বা না চাই, মন চায়
সব চাওয়া মনই চায়;
কি করব এই মন নিয়ে?
তুই ছাড়া।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
'মনে সূর্য থাকে, চাঁদও তো থাকে
দিন আছে, রাতও তো আছে
জাগরণে কিংবা ঘুমে
আমি কোথাও নেই, আছে মন;'
কথা গুলোনের সাথে ছবিটা অদ্ভুত ভাবে মিলে যায়। মনে হয় একে অপরের।
আমার ভালো লেগেছে আপনার কবিতাটি। শুভেচ্ছা নিন কবি দা।
মনে সূর্য থাকে, চাঁদও তো থাকে
দিন আছে, রাতও তো আছে
জাগরণে কিংবা ঘুমে
আমি কোথাও নেই, আছে মন;
বাহ বেশ ভাল লাগলো আপনার কবিতা।