হারিয়ে পাওয়া
(বুলবুলি)
সেই বহুদিন আগে পুতুল খেলতে খেলতে
ওকে হারিয়ে ফেলেছিলাম
সব কথা আমারি ছিল
লাজুক মানুষ কখনো রা কাড়ে নি
কতদিন পুতুল খেলেছি তাও মনে নেই
এতগুলোর বছর আগেকার কথা
কি আর মনে থাকে?
তারপর আমি অন্যদেশে এসে গেলাম
নতুন দেশ নতুন লোক আর মানুষের ভীড়ে
কবেই ভুলে গেছিলাম ওকে
কথাগুলোও এখন মনে পড়ে না
সবই আবছায়া স্মৃতি
সেদিন কে যেন তার নাম বলে গেল
আমি ভাবলাম তাই ত ?
দেখি ত ওর পুরোনো বাড়িটা আছে কি না !
ও মা গিয়ে দেখি সেই ত রয়েছে ।
বাড়ির ভেতর গিয়ে ওর আঁকা ছবিগুলো
নাড়াচাড়া করতে গিয়ে দেখি
সেই ছোটবেলার ছবিগুলো দেওয়ালে আঁটা
তারপর দেখে অবাক যে আমার কথা সে ভোলে নি
সেই থেকে গালে হাত দিয়ে এখন ভাবছি
সে কি সেই তখন থেকেই এতগুলো বছর মনে রেখেছে
না কি আর পাঁচজনের মত কখন যেন
পথ থেকে কুড়িয়ে পেয়েছে ?
আপনার লিখার অন্যতম যে বিষয়টি চোখে পড়ে সেটি হচ্ছে শব্দের মারপ্যাঁচ না রেখে সোজাসোজি সরল ভাবে শব্দগুলোন সাজিয়ে বক্তব্য পরিচ্ছন্ন রাখা।
অভিনন্দন প্রিয় কবিবন্ধু। শুভদিন।
অনেক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু ।
সহজ, সরল, সাবলীল ও প্রাণবন্ত লেখনী। খুব ভাল লাগলো দিদি।
অনেক ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও ভালোবাসা রইল ।
নতুন দেশ নতুন লোক আর মানুষের ভীড়ে
কবেই ভুলে গেছিলাম ওকে
কথাগুলোও এখন মনে পড়ে না
সবই আবছায়া স্মৃতি
খুবই বাস্তবিক কথা।
অনেক ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও ভালোবাসা রইল ।