কথার পুতুল

কথার পুতুল

কতবার তোকে খুন করতে গিয়েও
হাতগুলো সরিয়ে নিই
তোর হিরন্ময় মন, তোর হিরন্ময় কথা
কথাদের আমরা সাজাই নানান ভাবে
তাদের গায়ে রং দিই, আলখাল্লা জড়িয়ে দিই
দেখতে দেখতে কথাগুলো এক একটা পুতুল হয়ে ওঠে
মাকড়সার জাল থেকে বেরিয়ে কথাগুলো
বায়বীয় আকার হয়ে বাতাসে মিশে যায়।

1 thought on “কথার পুতুল

  1. কথার পুতুলে স্বকীয় শব্দের শৈল্পিক প্রকাশ। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।