অশ্রুমতী চাঁদনী

অশ্রুমতী চাঁদনী

হাতের স্পর্শ পাথরে রেখেছি মুখ
কাঁচে কাঁচ ঠোকা জোনাকি আলোয়
ঝিলিমিলি রাতে মনমানবীর হাতছানি
তুলে নিই তাকে পরম যত্নে ভুলুণ্ঠিতা্
ঐশ্বর্য এঁকে দিই তার কুন্তলিনী কপালে
দেবলীনা থেকে দিলাম দেবী স্বরস্বতী
আজন্ম বিশ্বাসে আঁকড়ে নিলাম হাত
দেব না হতে আর অশ্রুমতী চাঁদনী।

2 thoughts on “অশ্রুমতী চাঁদনী

মন্তব্য প্রধান বন্ধ আছে।