সম্পর্ক
পুরোনো সম্পর্ককে ভেঙে দেবার
কি অসম্ভব প্রয়াস !
দেবদূতেরা ছুটে ছুটে যায়
এদিক থেকে ওদিকে,
অট্টহাস্যে ফেটে পড়ে পিশাচীরা।
চেতনার গভীরে প্রোথিত মেকী
অস্তিত্বের বিলুপ্তি প্রয়াসে
একের পর এক লিখিত হয়
ব্যঞ্জনাময় অনুকাব্য।
সম্পর্ক
পুরোনো সম্পর্ককে ভেঙে দেবার
কি অসম্ভব প্রয়াস !
দেবদূতেরা ছুটে ছুটে যায়
এদিক থেকে ওদিকে,
অট্টহাস্যে ফেটে পড়ে পিশাচীরা।
চেতনার গভীরে প্রোথিত মেকী
অস্তিত্বের বিলুপ্তি প্রয়াসে
একের পর এক লিখিত হয়
ব্যঞ্জনাময় অনুকাব্য।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সম্পর্ককে সম্পর্কের বাঁধনে জড়িয়ে রাখাই ভালো। নতুবা ত্যাগ।

অনেক ধন্যবাদ গো বন্ধু ।
শুভ কামনা
ধন্যবাদ বন্ধু ।