কিছু বাজেয়াপ্ত সময়ের কথা
বোদ্ধা কবি
কবিতায় কিছু বাজেয়াপ্ত সময়ের কথা বলি।
নীল, শিখা, সুবর্ণা, আঁচল ওরা কেউ সময়ের কাছে
পরাজিত হয়নি
ওরা সবাই এখন আমার স্মৃতির মমি
তবুও এই আমি এখনো সেই আগের আমি
কবিতার কাছে বর্গা নিতে চাই মাত্র তিন ইঞ্চি জমি!
ওতেই আমার সব হবে চাষবাস
খাঁচার পাখি তারও কি কাটে না বারোমাস?
চমৎকার।

অফুরান কৃতজ্ঞতা ভাইয়া।।