পাহাড় ও বিষাদ

পাহাড় ও বিষাদ

জমতে জমতে কখন যেন পাথর হওয়া মন।
শুকনো পাতার মতোই শিরা উপশিরা আজ।
কথারাও আজ শব্দ সংকটে,
টুপটুপ বৃষ্টিগান থেমেছে কখন!
কে জানতে চায় পাথর কেনই বা হল?
পাথর জমে পাহাড়, ঝর্ণা বয়ে যায়।
পাহাড়েরও চোখ থাকে,আর
থাকে কিছু আশ্চর্য বিষাদ!
ঝর্ণারও আছে কিছু গল্পকথা
চাওয়া পাওয়া শব্দবহ্ম তরল তখন,
ঝর্ণাজলের হাত ধরে তারও তীব্র বিষাদ।
আবিষ্কারের এক নিতান্ত প্রান্ত নমুনা।

4 thoughts on “পাহাড় ও বিষাদ

  1. 'থাকে কিছু আশ্চর্য বিষাদ!
    ঝর্ণারও আছে কিছু গল্পকথা
    চাওয়া পাওয়া শব্দবহ্ম তরল তখন,
    ঝর্ণাজলের হাত ধরে তারও তীব্র বিষাদ।
    আবিষ্কারের এক নিতান্ত প্রান্ত নমুনা।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।