আকাশটা ছিল তোমার

আকাশটা ছিল তোমার

____আকাশটা ছিল তোমার

একদিন, আকাশটা ছিল তোমার
আর পথটা ছিল উম্মুক্ত, নন্দন অহমিকার
সেই পথেই দু’জন
আঙ্গিক মৃদ লয়; ভাবনার আকড় জুড়ে ছিল
স্বপ্ন ডানার প্রজাপতি।

আকাশটা ছিল যে তোমারই
মেঘ গুলো ছন্নছাড়া, অভিমানি মেঘবালিকা
শতরঞ্জে রাঙা হাওয়া
কদাচিত অভিমানে; বৃষ্টি বাহানায় ঝরে
পথের গায়ে ধুলো ধুয়ে যায়।

____স্বপ্নযাপন লুট হয়ে যায়

চাইবার অভিমানে,
আমলকি বন আজ উদাস বিস্মৃতি বিমর্ষ
ছাতিম ফুলের সুবাসে
মৌ মৌ করে পথিকের পথ।
চাইবার অভিমানে
খসে পড়ে শঙ্খচিলের পালক
শুণ্যতার নন্দন গুহায়
এ কোন কাঁঠাল চাঁপার গন্ধ?

ক্ষয়ে যায় নন্দন পলেস্তার
চাইবার অভিমানে,
নিশুতি রাতের জোছনার
বুনো গন্ধে, স্বপ্নযাপন লুট হয়ে যায়।

____একপশলা বৃষ্টি

পিছন ফিরে দেখবার
সময় ছিল না কখনো তোমার;

নাকের ডগায়,
রঙ্গিন এক প্রজাপতির উড়া উড়ি
চমকাওনি মোটেও
তার চেয়ে দেখছিলে, কোথায় বসে ও?
উড়ে উড়ে ঠিক তোমার চুলে
বসেছিল খানিক;
ভাবনার আকড় বটে
প্রেম সে তো তুচ্ছ! চঞ্চল অভিমান
ওকে ছুঁতে কার বা, কি দায়?
এই তো বেশ,
সমুখে স্বপ্ন উড়াল মেঘ
চেয়ে নিতেই পার, একপশলা বৃষ্টি।

১৪২৪/১৪, কার্তিক/হেমন্তকাল।

4 thoughts on “আকাশটা ছিল তোমার

  1. গুচ্ছ লিখা পড়তে অসাধারণ লাগে। অনেকগুলোন লিখায় অনেক প্রাপ্তি। শুভেচ্ছা বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।