গুপ্তঘাতক
যুদ্ধটা থেমে গেছে অনেকক্ষণ
বাতাসে আর বারুদের গন্ধ নেই।
বুকের বাঁদিকে গেঁথে গেছে বুলেট
চাপচাপ রক্ত মানচিত্র এঁকেছে।
বিস্ময় আর ক্লান্তিতে ভেসে উঠলো
ঘাতকের চেনা মুখ, বুকের মধ্যে প্লাবন।
চেনা ঘাতকের আঁকা ছবি প্রতারকের।
অন্ধকারের মুখোমুখি, মিথ্যে দিনযাপন।
দরজার খিল দিয়ে ঘুমাচ্ছে সবাই
প্রতারণার মুখোশ ফেলে দিয়ে
নতুন শিকারের খোঁজে ব্যস্ত।
আর ঘুমিও তুমি না অভিমন্যু
অন্তত এইবার জেগে ওঠো।
স্বেচ্ছাচারী হও আর একবার।
হাতে তুলে নাও তোমার ব্রহ্মাস্ত্র।
সপ্তরথীরা ঘিরে ধরুক তোমায়।
প্রসব যন্ত্রণায় কেঁপে উঠুক পৃথিবী।
অনেক সুন্দর লিখেছেন দেবী।

শুভেচ্ছা অফুরান বন্ধু
শুভ কামনা
অনেক ধন্যবাদ