যেই হই বড়

যেই হই বড়

ভাঙ্গা আমার কুঁড়েঘরে ছনের চালা
যেথা দিনাতিপাত অণুক্ষণ;
পাশেই সুরম্য অট্টালিকা দশ তালা
দ্যাখি অপলক সারাটিক্ষণ।

দৃষ্টি তখন তার সতত শুধু উর্ধপানে
মাটিকে যেন বড় অবহেলা;
আর রয় না কোমলতা পাথর প্রাণে
ফুরিয়ে যায় যেন কষ্ট জ্বালা।

বন্ধুত্ব তার তাই শুধু আকাশের সনে
রক্ত মিশে নেই হৃদয় ভাঁজে;
গায়ে লেগে আছে ঘাম নেই তা মনে
কি গর্ব তার অপরূপ সাজে।

টবে সাজানো রঙ ফুলে উঠোন ভরা
রস নেই খাদ্য নেই উপোস ;
মৌ-দলের তবু আনাগোনা ঘুরাফিরা
বিস্মিত নেত্রেও আমরা মানুষ।

মাটির সনে বাঁধা শুধু গরিবেরই প্রাণ
ভরণ পোষণও তারই বুকে;
যেই হই বড় লাগে বিস্বাদ মাটির ঘ্রাণ
দৃষ্টি তখন আকাশের দিকে।

4 thoughts on “যেই হই বড়

    1. অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা শ্রদ্ধেয় মুরুব্বী। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।