শুধু প্রেম

শুধু প্রেম

রঙবিরলতায় আসমান মেঘের রবি শশী অন্তহীন প্রেম!
কোন জ্বালা যন্ত্রনা নেই শেষটা তার কিয়ামতের উল্কি-
আর আকাশের যত জ্বালা যন্ত্রনা বিষণ্নময় একপলশা বৃষ্টি;

বৈচিত্র্যময় রূপের রাণী ধরণীর বা কমকিসের কাদামাটি
শুধু বিষন্ন চৌকাঠে কাঞ্চন রাঙা সাদা কাপড়ে উড়া বক
কথাও ছয় ঋতুর প্রেম নেই ঠোঁটপুড়া রোদ্দুর একফালি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শুধু প্রেম

  1. চমৎকার প্রিয় বাউল কবি মি. সরকার। ইদানিং বেশী ভালো লিখছেন আপনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।