মালবিকা

মালবিকা

তুমিতো অন্তধানে
আগ্নীয় গিরির গ্রীবায়
লাভায় মিশে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণকণা
মৃত্তিকা দহনে
আমৃত্যু মালবিকা।

চন্দ্র গ্রহণে লুকিয়ে ছিলে
আকাশ নীলে
কত কথা তার? বাতাস বয়ে আনে
কুস্তুরী ঘ্রাণ
মৃগনাভির হরিনী ছুটে বেড়ায়
গভীর বনে
মৃত্তিকার সুধাসনে।

তোমার নিষিদ্ধ প্রেম
মৃগনাভির হরিণী বোনা
আঁধারে জোনাকি মহিমায় বাঁচে।

১৪২৪/৪ অগ্রাহায়ণ/হেমন্তকাল

4 thoughts on “মালবিকা

  1. সুন্দর সুন্দর এবং সুন্দর লিখন প্রিয় মাটি ও মানুষের কবি বন্ধু চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বন্ধু আমার হেমন্ত ভালোবাসা, জীবন ভাল থাকুক সব সময়

মন্তব্য প্রধান বন্ধ আছে।