মানুষের জয় হবে
মানুষ একদিন ঠিকই জিতে যাবে
তুমি সেদিন দেখে নিও
মানুষ মানুষের জন্য মিছিলে যাবে
তীব্র রোদ্দুরে ময়দানে হাঁটবে, যুদ্ধে যাবে
রাস্তায় নামবে মঙ্গল প্রার্থনা শেষে
সকালের বিশ্বাস বুকে নিয়ে গড়ে তুলবে
সম্পর্কের নতুন শিল্প।
মানুষ জিতে যাবে একদিন
তন্দুরে যেমন আগুন জ্বলে
পবিত্র পাপকে পুড়িয়ে মানুষও একদিন জেগে উঠবে
চোখের প্রার্থনা শেষে হাতে তুলে নেবে তীব্র গরল
রাতের বিছানায় ছড়িয়ে দিয়ে একমুঠো আগুন
নমোঃ নমোঃ করে বের হবে একটা সুন্দর সকাল।
তুমি দেখে নিও
মানুষ আবার জেগে উঠবে
মানুষ জিতে যাবে আবার
মানুষের জয় আটকাতে পারে নাই কেহ
মানুষ ঠিকই জিতে যাবে একদিন
আর মানুষ জিতে গেলে জিতে যাবে এই দেশ।
শুধুমাত্র মানুষেরই জয় হয় এই পৃথিবীতে
মানুষের জয়ে মানুষ হাসে, কান্না করে
তবু অভিমানে ফিরিয়ে নেয় না মুখ
সব মিথ্যাকে পরাজিত করে মানুষ
মানুষের জয় নিশ্চিত হয়।
মানুষ একদিন ঠিকই জিতে যাবে
তুমি দেখে নিও
সত্যের ডংকা নিয়ে মিছিলে যাবে মানুষ
রক্তস্রোত পেরিয়ে বিধ্বস্ত সন্ধ্যা হলেও
দেবে একটা বিজয়ের হাসি।
যারা মানুষ! তারা জিতে যায়
তারা জেগে ওঠে
মিছিলে যায়, রক্ততুফান ওঠায়
শিরায় শিরায় – প্রতিটা ধমনীতে
মানুষের! জয় নিশ্চিত হয়।
'যারা মানুষ! তারা জিতে যায়
তারা জেগে ওঠে
মিছিলে যায়, রক্ততুফান ওঠায়
শিরায় শিরায় – প্রতিটা ধমনীতে
মানুষের! জয় নিশ্চিত হয়।'
ধন্যবাদ শ্রদ্ধেয়