দুয়ারের খিলের ভেতর

দুয়ারের খিলের ভেতর

কিছু দাগ চাপা পড়ে থাকে
কিছু জোছনা বয়ে যায় উজান।
কিছু পাখি একাকী আড়ালে
অরণ্যে একা—
গেয়ে যায় প্রিয় গান।

সেই গান-কলি
হয়তো বা কেউ শোনে,
হয়তো বা কেউ
দুয়ারে খিল দিয়ে,
সাজায় আগুন কিংবা পৌষ বুনে।
অনেক দাগের মাঝেও কিছু দাগ
হস্তরেখায় ছড়িয়ে যায় বিবাগ।

4 thoughts on “দুয়ারের খিলের ভেতর

মন্তব্য প্রধান বন্ধ আছে।