তীব্র বাজাও তবে

তীব্র বাজাও তবে

তুমি হুইসেল বাজাতে জানো?
নিমেষে খান খান
ভেঙ্গে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করতে পারো
স্থবির পাথরের জগদ্দল স্তব্ধতা?
একটি আকাশপাতাল জোড়া খাতা খুলে বসে আছি।
অমিয়ঘোরে নিষিক্ত নতুন শব্দ লেখা হোক কিছু
এমন ভাবতে ভাবতে
চুরি হয়ে গেলো ভৈঁরো রাগে বাঁধা বেলীর সুগন্ধ।
বাতাসের কানে কানে রেখে দেই তবে
কিছু নীরবতা।

3 thoughts on “তীব্র বাজাও তবে

  1. 'অমিয়ঘোরে নিষিক্ত নতুন শব্দ লেখা হোক কিছু
    বাতাসের কানে কানে রেখে দেই তবে
    কিছু নীরবতা।'

    __ বেশ লম্বা বিরতির পর আপনার লিখা পড়ে আনন্দিত হলাম আপা। সালাম জানবেন।

  2. “বাতাসের কানে কানে রেখে দেই তবে
    কিছু নীরবতা।”https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।