বার বার ফিরি

আমি তো ফিরতে চাই, বার বার ফিরি
আমার এ চলাফেরা তোমাকেই ঘিরি
চোখে দেখেছি তোমার আকুল আবেদন
তাহলে হবেই হবে আমাদের মিলন।

তবু যেমন কথার ফেরে কথা ঘরোয়া
নিজস্ব মানিয়ে নেওয়া করে নি পরোয়া
এগিয়ে নিয়ে গেছি তফাৎ সমান্তরাল
আমরা আমাদেরকে করেছি আড়াল
আজ তাই ফিরে গেছে ফেরা সংকলন
আমরাও আমাদের কাছে অবোধ মিলন।

তবু ফিরতে হয়, ফেরাটাই হৃদয়ের কথা
কাঁটা নিয়েই তো গোলাপের সৌন্দর্য্য যথা।

4 thoughts on “বার বার ফিরি

  1. 'তবু ফিরতে হয়, ফেরাটাই হৃদয়ের কথা
    কাঁটা নিয়েই তো গোলাপের সৌন্দর্য্য বারতা।'

    চমৎকার লিখন প্রিয় কবি মি. বেরা। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।