মাত্র একটি শব্দ-উচ্চারণের হেরফের

মাত্র একটি শব্দ-উচ্চারণের হেরফের

তেমন করে যাওয়া হয়না।
কোন সীমাহীনেই তো হারিয়ে যেতে চেয়েছিলাম————-
গন্তব্যবিহীন এক ট্রেনের হুইসেল যখন বেজে ওঠে,
বলি–একটু থামো।ভেবে দেখি আর আমার নেবার মতো কিছু বাকী আছে কিনা।

নিতান্ত প্রকৃতির খেয়ালে বেড়ে ওঠা অশ্বত্থ–কতদূর তার শিকড় ছড়ায়
কেমন রাশি রাশি নেমে আসা ঝুরি-জটাগুলো ঘিরে রাখে তার সমস্ত অবয়ব!

এওতো সত্যি–সম্পর্কগুলো কুরুশ-কাঁটার বুননে নকশী-ফুলের মতো
মনে করো –অনবধানে শেষ গিঁট খুলে গেছে
তখন আর কোথায় নকশা
কোথায়ইবা মনোলোভা কারুকাজ!
পরিত্যাজ্য-প্রায় কুঁচকানো অতি-সাধারণ একখণ্ড সুতো।
তবু কি তার মাহাত্ম্য!
দ্রৌপদীর অন্তহীন আঁচলের মতন–কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর, দীর্ঘতম……….

কোন পথে গেছে অমৃত-উদ্যান
কোনটি অতলান্ত-অন্ধকার টানেলের পথ

মাত্র একটি শব্দ-উচ্চারণের হেরফের বদলে দেয় আমূল জীবন;
মাত্র একটি——হ্যাঁ
অথবা———-না।

___________________
(এক বৎসর আগের এই দিনে)

3 thoughts on “মাত্র একটি শব্দ-উচ্চারণের হেরফের

  1. কোন পথে গেছে অমৃত-উদ্যান
    কোনটি অতলান্ত-অন্ধকার টানেলের পথ

    খুব ভাল লাগল কবি, হেমন্ত ভালোবাসা

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।