গোধূলি মেঘ
বন্ধ দরজা
অতি ডাকাডাকি কোকিলের
কম্পিত স্পন্দন
কিংকর্তব্য-বিমূঢ় ভালোবাসা
সিদ্ধ যন্ত্রণার স্তন।
কি দিবো, কি নিবো
মায়ার সুর উত্তাল সমুদ্রের ঢেউ
দেখে যাও, বুঝে নাও
ভোরের প্রভাতি কিরণ
শিশির ভেজা অনন্ত শরীর,
ভালোবাসা চাইতে নেই সখী
ভালোবাসা উপভোগ কোরে নাও।
'ভোরের প্রভাতি কিরণ
শিশির ভেজা অনন্ত শরীর।'
আপনার কবিতা ভাল লাগে কবি দা।