আমি মুক্তির পথে যেতে চাই
ভাঙ্গাচোরা দেয়ালের মাঝখানে দাঁড়িয়ে
বিবেকের তাড়নায় মুক্তির পথ খুঁজি।
আকাশে, মাটিতে কিংবা নদীতে দাদাদের চলাচল
কেউ ধনী, কেউ দূর্বল কেউ বা হতাশ;
এক উন্নয়নশীল দেশে আমার আবাস,
তবু কি উন্নয়নে পাই স্বাভাবিক জীবন!
চোরদের দৌরাত্ম্য বেড়েছে অধিক
সব মানুষ কি সামাজিক জীব ?
সমাজের কোঠরে অসামাজিক কাজ,
বেশ্যার দেহে দেবতার সাজ আজ গড়িয়েছে যারা,
ধিক্ তাদের ধিক্।
শূন্য বোধে জাগ্রত জাতিসত্ত্বা
নজরুল হতে পারে না
বিদ্রোহের একটা ধরন চাই;
শুধু মানব বন্ধন বা বান্ধব
প্রক্রিয়াকে করে না সচল।
শানিত মানস সন্মানিত সমাজ
সুশীল গৌণতা আবার সেই যাঁতাকল।
সমাজ দুলতে থাকে, নেশাখোরের
দৃষ্টিতে যেমন দোলে এপিটাফ।
এক জোড়া পাখির যুদ্ধে
ঝড়ে পরে অগনিত ফুল
দেয়ালে, কার্নিশে, রাজপথে,
বিশ্ববিদ্যালয়, অফিসে, রেল লাইনে,নদীতে, মন্দিরে, মসজিদে, গির্জায়,
মায়ের বুকে, বাবার কাধে, বোনের চোখের জলে
এমনি কি সাত বছরের শিশু এর থেকে বাঁচতে পারে না।
নিজেকে কুঠার করতে পারিনা বলেই
বিবেকের তাড়নায় মুক্তির পথ খুঁজি।
________________________
'নিজেকে কুঠার করতে পারিনা বলেই
বিবেকের তাড়নায় মুক্তির পথ খুঁজি।'
পরম সত্য যে, বিবেকের তাড়নায় মুক্তির পথ আপনার আমার মতো অনেকেই খুঁজে ফেরেন। যে স্বাধীনতা যে মুক্তি আমরা চেয়েছিলাম তার পূর্ণ বাস্তবায়ন আজও হয়নি।
ভালো লাগল কবি
ভাল লাগা রাখছি কবি দা। প্রণাম নিন।