ডিসেম্বর আসে ডিসেম্বর আসবেই

দীর্ঘ রাত শেষে একটা ভোর জেগে থাকে শুধু
যৌগিক জীবনের ভাঁজে স্বাধীনতা খুঁজি
লাল-সবুজের পতাকার ভেতর বিজয় খুঁজি
বাঙালির চোখ মানে আগামীর বাংলাদেশ

দীর্ঘ রাত শেষ হলে যে সকালটা অাসে
আমি সেখানে ১৬ই ডিসেম্বর নিয়ে আসি
ডিসেম্বর মানে বাংলাদেশ
ডিসেম্বর মানে অভিশাপ থেকে মুক্তি

ডিসেম্বর মানে নন্দিত সুরে গেয়ে ওঠা-
‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’
ডিসেম্বর মানে মৃত্যুরা শোনাতে আসে বিজয় গাঁথা
ডিসেম্বর মানে নৃত্যরত ঝাঁকে ঝাঁকে আনন্দ মিছিল

দীর্ঘ রাত শেষে কাক ভেজা হয় আমার মাটি
স্বপ্নের ভিটায় উড়ে আসে বুনো হাঁস
বেসুরো সঙ্গীত সুরে সোনালি সূর্য উঁকি দ্যায়
দোয়েলের ডাকে ঘুম থেকে ওঠে শিশু

দীর্ঘ রাত শেষে ফিরে আসে ডিসেম্বর
ফিরে আসে সেই মহেন্দ্রক্ষণ
প্রাণের উচ্ছ্বাস রুধিতে কেউ না পারে
বিজয়ের শ্লোগানে মুখরিত হয় বাংলার আকাশ

3 thoughts on “ডিসেম্বর আসে ডিসেম্বর আসবেই

  1. ডিসেম্বর মানে বাংলাদেশ
    ডিসেম্বর মানে অভিশাপ থেকে মুক্তি

    ফিরে আসে সেই মহেন্দ্রক্ষণ
    প্রাণের উচ্ছ্বাস রুধিতে কেউ না পারে
    বিজয়ের শ্লোগানে মুখরিত হয় বাংলার আকাশ।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।