আর একটিবার ৭১ চাই!
মৃত্যু মরে গেছে, মরে গেছে ৭১, মরে গেছে স্বাধীনতা
চেনা পথিকের ছোয়া পথযুগলে এই মৃত্যু এই
আজ আর সেদিনের শান্তিময় চেনা গ্রাম নয়
এ যে শেয়াল শাসিত ঘনবন।
প্রশ্ন জাগে, স্বাধীনতা আজ তুমি কোথায়?
তুমি কি বলতে পারো মাতৃত্বের বন্ধন কাকে বলে?
তুমি কি বলতে পারো সার্জারি করা সন্তান
কতটা মাতৃত্ব অনুভব করতে পারে?
স্বাধীনতা, তুমি প্রশ্নের প্রত্যুত্তরে প্রশ্ন ছুড়ে দিলে
গণহত্যা, গণকবর, বীরাঙ্গনার চিহ্ন আজ কোথায়?
ক্যানো আজ স্বাধীনতাকামী যোদ্ধারা স্বাধীনতাকে অপবাদ দেয়
ক্যানো ইতিহাসের পাতা ঘুণপোকার বেঁচে থাকার খাদ্য হয়?
স্বাধীনতা তুমি মরে গেছ, মরে গেছে মৃত্যু
ইহুদিবাদী ইসরাইল আর হিটলারের কথা ভুলে গেছো
পশুগুলো আজও মরেনি, শুধু দেখি মৃত স্বাধীনতা
ইতিহাসের পাতায় কাঁড়াকাঁড়ির চিহ্নিত রাজতন্ত্রের নখের আঁচড়
রাজাকার, আলবদর আজ ঘরের ভাসুর।
আজ বুঝে গেছি, স্বাধীনতা মরে গেছে, ঘরের শত্রু বিভীষণ
বিধবার সাদা শাড়ী হয়ে গেছে রঙীন, দিবসি ভালোবাসায়
স্বাধীনতা দেবে কি? আর একটিবার ৭১ চাই!!
________________________________
'মৃত্যু মরে গেছে, মরে গেছে ৭১, মরে গেছে স্বাধীনতা
চেনা পথিকের ছোয়া পথযুগলে এই মৃত্যু এই স্বাধীনতা।'
মন্তব্যে ভালো লাগা ভালোবাসা ভাইজান।
ইতিহাসের পাতায় কাঁড়াকাঁড়ির চিহ্নিত রাজতন্ত্রের নখের আঁচড়। এই বাক্যটি সঠিক বলেছেন কবি দা।
বেলির ভালোবাসা