মাটির টানে

মাটির টানে

মাটির টানে যুদ্ধ করে ছিলো যতো মুক্তি সেনা
লক্ষ্য প্রাণের দামে হলো এইতো আমার মুক্তি কেনা।

হদয় মাঝে বিজয় আঁকা অলেখা এক চুক্তি
দেশ প্রেমে সব উদ্বুদ্ধ হবে তুচ্ছ করে সব যুক্তি

যুদ্ধ যাঁরা করে ছিলো তাঁরা মা’ও মাটির টানে
ক্ষমতার কোনো ব্যবসা ছিলোনা শহীদ-গাজী জানে।

চারিদিকে শুনি আজো হাহাকার বিজয়ের মহান মাস
এখনো যে হয় গুম খুন আর সম্ভ্রমেরও সর্বনাশ!

এখনো মানুষ পায়নি যে তাঁর মৌলিক অধিকার খানি
পদেপদে বাঁধা আর কতো কাল সইতে হবে যে গ্লানি।

বেঁচে থাকা যতো মুক্তি সেনা কালের স্বাক্ষী গাজী
সকলেই কী হাল ছেড়েছে হুজুগে হয়েছে রাজি?

বিজয় আমার লক্ষ প্রাণের ত্যাগের দামে কেনা
খাচ্ছে কারা লুটেপুটে আজ নয় কী আমাদের চেনা!

2 thoughts on “মাটির টানে

  1. 'হদয় মাঝে বিজয় আঁকা অলেখা এক চুক্তি
    দেশ প্রেমে সব উদ্বুদ্ধ হবে তুচ্ছ করে সব যুক্তি।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।