শকুন খাদ্য ঘাতক ৭১

শকুন খাদ্য ঘাতক ৭১

আমায় তোর যতই বল শকুন
দুঃখ থেকেও অনেক খুশি হই
যখন ভাবি দৃষ্টি আমার মরা পচার দিকে
আয় ছিড়ে খাই গাত্র তোদের
ঘাতক ৭১।

আমায় তোর যতই বল শকুন
দুঃখ থেকেও অনেক খুশি হই
শূন্যে থেকেও নজর চরে মাতৃভূমির বুকে
আয় ছিড়ে খাই কণ্ঠ তোদের
ঘাতক ৭১।

আমায় তোর যতই বল শকুন
দুঃখ থেকেও অনেক খুশি হই
যখন ভাবি দলবেঁধে যাই খাবার অন্বেষণে
আয় ছিড়ে খাই বুকটা তোদের
ঘাতক ৭১।

আমায় তোর যতই বল শকুন
দুঃখ থেকেও অনেক খুশি হই
যখন ভাবি আমার নখে রক্ত ঘাতকের
চোখ দুটো তার উপ্রে নিয়ে
কাঁড়াকাঁড়ি করি
দেশটা আমার হবে নাতো
ফেরিওয়ালার ফের।

2 thoughts on “শকুন খাদ্য ঘাতক ৭১

  1. তারপরও দুই চোখে স্বপ্ন বেঁধে রাখি। আসুক কাঙ্খিত সেই স্বপ্ন বিজয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ৭১কে আপনাদের মত না দেখলেও গল্প শুনেছি। এই লেখাটিও অনেক ভাল লিখেছেন মন দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।