অধরা
অধরা,
মেঘের আঘাতে জর্জরিত মেঘদূত
এভাবে আর ডেকো না…
সময়ে স্রোতে হয়তো এসে যাবো কোন একক্ষণে
সংক্রামিত করবো, অনুভূতি দিবো আজকের তৃষ্ণার্ত হৃদয়ে।
আরো দিবো চন্দ্রের পড়াজল
তপ্তমরুময় তৃষ্ণার্ত হৃদয়ের মেটাবো তৃষ্ণা
যদি ধরে রাখো সঞ্চিত আমানত, দেখো
একদিন চুকিয়ে দেবো সব লেনাদেনা সৃষ্টি প্রতিশ্রুতির।
'চুকে যাক সব; লেনাদেনায় সৃষ্টি প্রতিশ্রুতির।' শুভেচ্ছা রইলো মি. রুদ্র আমিন।

অধরার জন্য শুভকামনা রলো কবি দা।
মন্তব্যের জবাব দিয়েছেন কিনা দেখতে এলাম। দেননি দেখলাম।