সুরঞ্জনার জন্য

সুরঞ্জনার জন্য

সুরঞ্জনা কোন সে সূতার টানে
বারে বারে আসো ফিরে
জীবনের ঐ ক্ষণে
কোন মোহ আজ তোমায় টানে
যায় কি তাকে কেনা
কেনার জন্য জীবনে আজ
বাড়ুক কিছু দেনা

কোন কথাতে ভুলে থাকো
সময় কিংবা লাজ
সমীকরণ মেঘের মাঝেও
থাকে কিন্তু বাজ
উল্টো ধারার জীবন যখন
খুব জমে যায় মৌ
পুতুল খেলার পুতুল গুলো
হয়না কিন্তু বউ

ফিরে আসার পথটাতে আজ
শ্যাওলা যদি জমে
খুব উচাটন মন কি বলো
মিষ্টি কথায় দমে।

3 thoughts on “সুরঞ্জনার জন্য

  1. 'উল্টো ধারার জীবন যখন
    খুব জমে যায় মৌ
    পুতুল খেলার পুতুল গুলো
    হয়না কিন্তু বউ।' ___ শব্দ মিলের সাথে সাথে জীবন বাস্তবতার অমোঘ সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।