কোথায় কি করে খুঁজি তোমায়?
কোথায় কি করে খুঁজি তোমায়?
সময়ের কড়ি গুনে গুনে; যা ইচ্ছা তাই এখন
সময় মাপে না আর কোন কিছুতেই।
তবে দায় শুধুই একার
এতে তোমার কোন ক্ষ্যাত নেই? এমন তো ছিলে না তুমি
অন্যের ঘারে ভাঙ্গবে কাঁঠাল।
সইবে না কাঁঠাল আঠার যাতনা
কলঙ্ক মাগবে না গায়; শুদ্ধ মেঘ হয়েই রইবে
জনারন্যে জল দিয়েই সারা।
তাই যদি হয় নিশি জাগবে
কেন এত নন্দন যাতনা? সয়ে সয়ে জোনাক পুড়ে
প্রেম কি তব নিঃস্ব বিরহ জঁপে?
জোছনা ছিল শুধু তোমার
একদিন আঁচলে ছিল সিদ্ধ হরিনী কোলাহল। ভুল করেও করোনি কোন প্রতিবাদ, একটু চাইলেও । সেই সময় টা বেশ রাশভারি। সিনগ্ধ শিশির দানায় হাত ছুঁয়ে দেবার অপূর্ব সুখ। এক অযাচিত মোহের আবেশ ঢেকে ছিল তোমায়, যেন রাত পাহারায় থাকে ঘন আঁধার। জোছনা আবেশ মাখে না। জোছনা ছিল শুধু তোমার, একছত্র অধিকারে।
১৪২৪/৯ পৌষ/শীতাকাল।
2018 প্রিয় বন্ধু। অনেক ভালোবাসা।
নতুন বছরের ভালোবাসা বন্ধু

















ভাল লেখা কবি দা। নতুন বছরের শুভেচ্ছা নিন।
কবিকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা










ঘন কুয়াশা কেটে
এগুচ্ছি শেষ ক'টি কদম ,
নির্জন…সবুজ সারি
প্রবীন জট বাঁধা চুলে ক্লান্তি মাখা গন্ধ ,
রাতের শেষ আর্তনাদ ছুঁয়ে
বিদায় নেয় মৃত চাঁদ !
জেগে উঠে নবীন প্রস্রবণগিরি
…… নতুন সূর্য ! – দাউদুল ইসলাম
অনেক ভালবাসা ও
নতুন দিনের জন্য শুভ কামনা রইল প্রিয় বন্ধু
কবিকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা