বিবেকের শূন্যতা

বিবেকের শূন্যতা //

এক হিমালয়, পাহাড়ের দীর্ঘতম
দুঃখ গ্লানি মুছে ফেলতে বলে !
কিন্তু রূপবর্ণ নীল সবুজারণ্য ঝর্ণাধারা থেকেই যায় –
শুধু এতটুকু উচ্ছ্বাস করার জন্য কিছু ক্ষণ
উল্লাস মুখর ছন্দময়ে কি বিবর্তন?
অতঃপর অপরিবর্তন থাকে অন্তরায়
নতুন সনের এক পাহাড় হিমালয়-
বিবেক হার মেনে রয় -অাবেগের মায়ায় !
শুধু আকাশের ঠিকানায় হৈ হুল লৈর নেম্পু উড়ায়-
বিবেক দ্বারে কই বা নতুন কিছু ?
একই প্রকৃতি রবি শশী নিশ্বাসে হলো ভোর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “বিবেকের শূন্যতা

  1. 'বিবেক দ্বারে কই বা নতুন কিছু ?
    একই প্রকৃতি রবি শশী নিশ্বাসে হলো ভোর।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর। আচ্ছা কবি, প্রায়ই আপনার লেখা পড়ি কিন্তু আপনাকে তো মন্তব্যের উত্তর দিতে দেখি না। কেন? :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।