বাঁচার সাথে মিলিয়ে বাঁচা, বাঁচবে কবে স্বপ্ন?
হাতে হাত আমরা হবো বাঁচার নেশায় মগ্ন!
মুখ তুলে দেখব আকাশ বাঁচার লোভে হাসব
ফুলের বনে ইচ্ছে ডানায় সবাই ভালোবাসব।
চলার পথে সবার জন্য, সবাই হাত বাড়াব
পাশের জনের জন্য আমরা আশ্বাস হয়ে যাব
একসারিতে বসে আমরা দু’মুঠো করে খাব
আমরা কেউ না খেয়ে, কেন ঘুমোতে যাব?
ভোর হয়েছে আমরা কর্মী কর্ম আমাদের ভাই
শ্রমের মূল্যে নির্মাণ মুনাফা আমরা যেন পাই
অধিকারে কোন দখল নয়, দিতে যেন পারি
হিংসা লোভ কাম ক্রোধে আমরা যেন হারি
একসাথে যুজতে চাই বিপদের রোদ বৃষ্টি
একসাথে আমরা করব বাঁচার জীবন সৃষ্টি।
এমন স্বপ্ন নেমে আসুক আমাদের ঘরে ঘরে
আমরা সবাই বাঁচব অনন্ত, নির্মল হাত ধরে।
'আমরা কর্মী কর্ম আমাদের ভাই
পায়ে পা মিলিয়ে আমরা আমাদের বাঁচা বুঝতে চাই।' ___ অসাধারণ।
ধন্যবাদ
খুউব ভাল হয়েছে কবি দা।
ধন্যবাদ