সকালবেলার ফুল
কিছুদিন আগে রাতের বিরহে পুড়তাম
এখন দিনের বিরহেও পুড়ি
কেউ আমাকে কাছে ডাকে না
না পয়মন্তী রাত। আর না দিনের বিষঁদাত!
জানলার খিড়কি পথে ব্যস্ত সড়কের জবানি শুনি
এখানে সংজ্ঞা হারানোর কোনো নিয়ম নেই
যেখানে-সেখানে অরক্ষিত জীবনের ফাঁদ পাতা
ছন্দহীন নদীর মতো আমিও নিমিষেই ভুলে যাই
পাহাড়ের ধারাপাত!
তবুও কেউ থেমে থাকে না
ময়ুরীর মতো পুচ্ছ মেলার সাহস দেখায় জৈবিক ভাগাড়
অবৈজ্ঞানিক আরোহের মতো চলে চাষবাস
তবে কি ব্যস্ত সমস্ত সড়কের দিকে চেয়ে থেকেই
কেটে যাবে অহেতুক শীতপড়া বারোমাস?
তবে কি আর কোনোদিন উন্মুখ হবে না বটের মুল
ছায়াপথে কেউ আঁকবে না
রাত্রির শেষ প্রহরে ফোটা বিশ্বস্ত একটি সকালবেলার ফুল!!
বেশ ভাল লেখা কবি দা। নমষ্কার নিন।
'তবে কি আর কোনোদিন উন্মুখ হবে না বটের মুল
ছায়াপথে কেউ আঁকবে না
রাত্রির শেষ প্রহরে ফোটা বিশ্বস্ত একটি সকালবেলার ফুল!!'