শীতপর্ব (৫)
এমনও শীতে দৃশ্যের ভেতর তৈরি হতে থাকে গৃহবন্দি ওম
জন্মরহস্য জানতে চেয়ো না আর
অনেকদিন ধরে দেখা নেই যে
দেখো বৃক্ষরা কেমন পর্ণতারকার মতন ঝরঝর করে খুলছে পোশাক
আমার শীতবাতাস প্রিয় ভাই
যতো শৈলি আর ছন্দময় রীতি এই শীতেই অর্জন করে মানুষ।
গভীর শীতের ভেতর ডুব দিলে আমরা যে হাড়ের কাঠামো দেখি
আসলে সেটা এক দুঃস্বপ্নের কংকাল
যে জলের পদ্য রেখে এসেছি তোমার ঠোঁটে তা খুব যতনে রেখো
অষ্টপ্রহর অামি অপেক্ষায় থাকি।
এই শীতে যে পাখি ভুল পথে উড়ে এসেছে ইস্টিশানে
শীত শেষে তাকে তুলে দিও মেঘের ট্রেনে
পাখিরা শান্তিতে থাকুক।
'এই শীতে যে পাখি ভুল পথে উড়ে এসেছে ইস্টিশানে

শীত শেষে তাকে তুলে দিও মেঘের ট্রেনে
পাখিরা শান্তিতে থাকুক।' ___ সেই ভালো সেই ভালো প্রিয় কবি।
বেশ লিখেছেন কবি দা।