শীতের ওজনগুচ্ছ

শীতের ওজনগুচ্ছ


অবশেষে তুমিই আমাকে
শিখিয়ে দিলে-
শীত ও ঠাণ্ডার পার্থক্য!


তোমার কাছে এলেই
আমি ক্রমশ
মাইনাস আঠারো হয়ে যাই!


মাপার যোগ্যতা না থাকার পরও
তুমি,
আমাকে বললে, নব্য ওজনদার!


জানুয়ারির এই ভোরে
দেখলে সূর্যের নিক্তি,
মনে হয় শীতের সাথেই
হয়েছে শেষ চুক্তি!


ভালোবাসি বলে
হাত বাড়িয়ে দিলেই
আমার দিকে এগিয়ে আসে
গুচ্ছ গুচ্ছ সুবর্ণ শীত।


শীতসংগ্রহের রাতে,
আমিও ছিলাম তোমার পাশে
রাগ ভরা প্রপাতে!

@ ৮ জানুয়ারি ২০১৮

4 thoughts on “শীতের ওজনগুচ্ছ

  1. 'জানুয়ারির এই ভোরে দেখলে সূর্যের নিক্তি,
    মনে হয় শীতের সাথেই হয়েছে শেষ চুক্তি!' ___ আসলেই তাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2.  

    "ভালোবাসি বলে

    হাত বাড়িয়ে দিলেই

    আমার দিকে এগিয়ে আসে

    গুচ্ছ গুচ্ছ সুবর্ণ শীত।"

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।