পথ

পথ

একটি কালো চোখ আমাকে ডেকে নিয়ে সহস্র বছর পিছনে
শৈশব যেনো বিদেহী আত্মার মতো খামচে ধরেছে
যে দিকে যাত্রা করা যায় সে দিকেই মরুভূমি
এমন কতো হা হুতাশের দিন গেছে চলে
আমি পড়ে আছি অবেলায়

হাত দুটো ধরো সই
একসাথে পাড়ি দেই সহস্র মাইল পথ
আনাড়ি জীবন যার সেতো বুঝবে না পথের ইতিহাস
পথ মদের মতো নেশা ধরানো এক জিয়নকাঠির নাম।

2 thoughts on “পথ

  1. 'হাত দুটো ধরো সই
    একসাথে পাড়ি দেই সহস্র মাইল পথ
    আনাড়ি জীবন যার সেতো বুঝবে না পথের ইতিহাস
    পথ মদের মতো নেশা ধরানো এক জিয়নকাঠির নাম।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।