শিশুপদ্মের পদ্য
আসলে কবিত্বের কোনো জীবন নেই। জীবনের কবিত্বই
শিশুপদ্মের মতো মানুষের পাশে দাঁড়ায়।যারা দেখে না,
তাদের স্বেচ্ছান্ধ বলা যায়।
কবিতার জন্য কোনোদিনই অপেক্ষা করেনি কোনও
ছন্দেশ্বর। বরং যারা ধলেশ্বরী নদীতে এর আগে
ভেসেছিল একা- তারাই কেটেছে সাঁতার। বাকী
সবাই ঢেউয়ে ভেসে গেছে।
মিথ্যা-সত্য কিছুই আরাধ্য নয় কবির। দর্পণে
আগুনচূর্ণ দেখে, যারা সনাক্ত করতে পারে
শরণার্থী সমুদ্রের মুখ- কবিতা তাদেরই গৃ্হশোভা
হয়ে থাকে। অন্যেরা খেলে খলকাব্যপাশা।
সুন্দর এই কবিতায় অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। ধন্যবাদ।
শুভেচ্ছা নিন কবি দা।