-সেই মাপন টা
নিত্য নতুন মাপন গুনে
মাপা যায় কত কি!
চাওয়াটা বা কিসে মাপে?
রাত্রি দিন হিসেব কসে।
কালের খাতায় হিসাব জমে
নন্দন পুরাণ। কালের কাল।
সে তো গেল আদি অন্ত।
নতুন করে কি আকাশ রং ছড়ায়?
না কি একই পটে নিত্য নতুন?
ভবের তরে সঙ সাজা।
সেই সঙ রঙ্গ জোড়া।
মাতাল করা রুপে হরা।
জীবন বলে যৌবন তুই।
এমনি করে হাসা কাঁদা।
হারিয়ে গেল সেই মাপন টা
পায়ে হেঁটে পথিক পথ।
সেই তো ছিল ভালো। সোনাতন মর্ম।
খুঁজিতে তারে অপূর্ণ জীবনভর।
দারুণ কবিতা। অভিনন্দন প্রিয় প্রকৃতি মাটি ও মানুষের কবি। সালাম।
বোশেখ ভালোবাসায় জীবন সুন্দর হউক বন্ধু।

কালের খাতায় হিসাব জমে
নন্দন পুরাণ। কালের কাল।
সে তো গেল আদি অন্ত।——–নতুনত্ব মান্না দা
অনেক শুভ কামনা রইল———
কবি আমার ভালোবাসা যেন।
ভাল লেখা কবি দা। মুগ্ধতা রাখছি
অনেক অনেক ধন্যবাদ কবি,
সব সময় ভালো থাকুন,,,,,,,,,,,,,,,,,,,
