আছি তো তার বন্ধনে ০২
(তোষামোদ)
যেন অঙ্গার হই গ্রীষ্মের খর তাপে
মনের উঠোন ভরে যায় শূন্যতায়;
ঘনঘোর বৃষ্টিতে খুঁজে ফিরি স্মৃতিকে
কাঁদে এ হৃদয় তারই মতো বর্ষায়।
মাঠে মাঠে সোনার ফসলের ঝিলিক
কোমল আলোয় শরতে উড়ি দিগন্ত;
কৃষাণ মুখে ফুটে হাসি খুশী হিড়িক
হেমন্ত স্নিগ্ধ ছোঁয়ায় কতো পুলকিত।
হিমেল দাঁতের কামড়ে যবে অতিষ্ঠ
গরীবের কি কষ্ট, শীত যেন তা বুঝে;
খোলা প্রান্তর লাজে হয় বড় আড়ষ্ট
মুখখানি ঢাকে তাই কুয়াশার ভাঁজে।
শাকসবজি বিলিয়ে করে তোষামোদ
চলে পিঠা খাওয়ার উৎসব আমোদ।
ক্রমশ ……
চতুর্দশপদী কবিতা।
আমাদের দেশে হরেক ঋতুতে হরেক ঐতিহ্যের প্রচলন রয়েছে। আপনার কবিতায় প্রকৃরি বিবরণ দারুণ ভাবে বিধৌত হয়েছে প্রিয় কবি। শুভেচ্ছা জানালাম।
বাহ্। অনেক সুন্দর হয়েছে কবিতার দ্বিতীয় খণ্ড।