খালাসি

খালাসি

সড়কেই ছিলাম…
ভালোবাসা উড়ে, উড়ে প্রকাণ্ড ধূলি
কেউ কেউ দশহাত ভরে কুঁড়িয়ে নেয় ভালোবাসা গুলি,
আমি ছেঁড়া বসন্তের আধুলি খুঁজি
অবাক বুকে দেখি
ভালোবাসা আজকাল একনলা বন্দুকের ছোঁড়া গুলি!
আমি তখন উড়াল সড়কের কথা ভুলি
পায়ে পায়ে দাঁড়িয়ে আছে যতিচিহ্ন গুলি,
ভালোবাসা কেবল বোনে যায় আশার বেসাতি
কেউ হারায়, আর কেউ জিতে নেয় ক্ষণিকের
জীবন সাথী!
আমি মাঝপথে দাঁড়িয়ে পথের কথাও ভুলি
কিছু দীর্ঘশ্বাস তুলে এনে কষ্টের জাহাজ ভরি
দুরে দাঁড়িয়ে আচানক খালাসি হাসে
বড়ো কুটিল সে হাসি
বলতে চায়, আর কেউ নয়
কেবল আমি তোমাকে বড্ড ভালোবাসি!!

6 thoughts on “খালাসি

  1. আমি মাঝপথে দাঁড়িয়ে পথের কথাও ভুলি
    কিছু দীর্ঘশ্বাস তুলে এনে কষ্টের জাহাজ ভরি
    দুরে দাঁড়িয়ে আচানক খালাসি হাসে
    বড়ো কুটিল সে হাসি
    বলতে চায়, আর কেউ নয়
    কেবল আমি তোমাকে বড্ড ভালোবাসি!!——–চমৎকার লাগল দাদা

    অনেক শুভেচ্ছা রইলhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আপনার লেখার রূপক উপমা গুলো আমার ভীষণ ভাল লাগে। ভাল থাকুন কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।