খেয়াল

দেয়ালের শরীরে শরীর বেঁধে দিব্যি গজিয়েছে শ্যাওলার জীবন। খুঁজে দেখিনি
কোন খেয়ালে বশ মেনে ছিলো মন, কোমল স্পর্শের মতন ছুঁইয়ে ছিলাম
বাতায়নের পাশে দেয়াল ভেদ করে গজে উঠা আগাছার শ্যামল বদন!
জীর্ণ ছাদে, কার্নিশে নূতন পুরাতন অসংখ্য মাকড়সার জাল, হাওয়ার খোপে
উঁকি মারা সূর্যের কিরণ; মুচকি হেসে আমাকে প্রশ্ন করে- কোন আদরে
পড়ে আছি এমন নির্ব্যঞ্জন ঘরে?
কোন মায়ায় জুড়ে আছে হৃদয়, বৃক্ষের ছায়ায় না বসে-
কিসের বশে পেতেছি আসন অন্ধকার কায়ায়, শূন্যের আকরে!… শুকনো সন্ন্যাসে!
কোন ধ্যানে মজেছি
যখন যৌবন ফুটেছে টগবগে নীলকণ্ঠী ফুলে
কোন অভাবে পড়ে আছি ঘর কোনে, যখন মেঘেরা ভিড়ছে রমণীর সুবাসি চুলে;
যখন বৈশাখী ঝড়ে তাণ্ডব লীলা, তখন কোন খেয়ালে নিজেকে বেঁধে রেখেছি গহীন জঙ্গলে?…

// দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “খেয়াল

  1. 'কিসের বশে পেতেছি আসন অন্ধকার কায়ায়, শূন্যের আকরে!… শুকনো সন্ন্যাসে!
    কোন ধ্যানে মজেছি
    যখন যৌবন ফুটেছে টগবগে নীলকণ্ঠী ফুলে
    কোন অভাবে পড়ে আছি ঘর কোনে, যখন মেঘেরা ভিড়ছে রমণীর সুবাসি চুলে;
    যখন বৈশাখী ঝড়ে তাণ্ডব লীলা, তখন কোন খেয়ালে নিজেকে বেঁধে রেখেছি গহীন জঙ্গলে? '

    কতটা রোম্যান্টিক চেতনার ভাবুক হলে এমন করে এতোগুলোন প্রশ্ন ছুঁড়ে দেয়া যায় ? বিনম্র শ্রদ্ধা রাখি স্যার আপনার এই লিখায়। বিশেষ করে এই লিখায়। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

  2. আপনার লেখা গুলোন বেশ অসাধারণ ধাঁচের লাগে। শুভেচ্ছা জানুন কবি দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. যখন যৌবন ফুটেছে টগবগে নীলকণ্ঠী ফুলেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    আমার ডা.কবি ভাই, আমার ভালোবাসা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।