নোঙর
এক সমুদ্র অন্ধজলে ডুবতে ডুবতেও ….
সজনে গাছের শাখাটা এখনো মাথা উঁচু করে আছে,
কেউ দেখেনি…..
বরকত, সালাম, রফিক, জব্বার, শফিউর দেখেছে!
আমি উপসর্গের কথা ভাবি
আমি অনুসর্গের কথা ভাবি
শহীদ মিনারের পাদদেশস্থ পরিত্যাক্ত ফুলেদের কথা ভাবি।
ছেঁড়াদ্বীপ থেকে কিছু কিম্ভুতকিমাকার দীর্ঘশ্বাস ভেসে আসে
আমি তাদের কথা ভাবি!
অথচ কতো নৌকোর মাঝি এপথ দিয়ে আসে-যায়
কেউ এখানে নোঙর ফেলে না
বর্ণমালার বাস্তুভিটায় কেবল চড়ুই উড়ে, ঘুঘু উড়ে
কেবল বলাকা উড়ে না
কেবল নৈঃশব্দের বাতিঘরে অন্ধকার পাস্তুরিত হয়
দীঘল রাতের সাথে পাল্লা দিয়ে দীর্ঘশ্বাস দীর্ঘায়িত হয়!
আমি সেই অলিখিত অন্ধত্ব বিমোচনের কথা ভাবি
নিষিক্ত জলের সশব্দ পতনে অন্ধকার ভেসে যাওয়ার কথা ভাবি
দৈব- দুর্বিপাকে সমস্ত পাপ-পংকিলতা উড়াল হওয়ার কথা ভাবি
আমি মাঘী পূর্নিমায় স্নাত হওয়ার কথা ভাবি!
যে পথিক সেন্টহেলেনা দ্বীপে নোঙর ফেলে বসে আছে
কাল থেকে কালান্তর……
যে একবার চোখের জলে ভিজিয়ে দিয়েছিলো অন্তর
আমি তার কথা ভাবি…..আমি তার কথা ভাবি…!!
__________________________________
আমার এই কবিতাটি জাতীয় কবি পরিষদের ৪৪ তম প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে।।
জাতীয় কবি পরিষদের প্রতিযোগিতায় অন্যতম সেরা নির্বাচনে অভিনন্দন প্রিয় কবি।
অভিনন্দন কবি দা। ভাল থাকুন। আরও লিখুন।