কালবেলা ২
অনেক রাত অবধি বসে ছিলাম একা চুপচাপ। মাঝে মাঝেই কুয়াশায় ভরে যাচ্ছে মনের আকাশ।
কাল রাতে চাঁদের আলোয় ভাসেনি আমার ঘর।
একা একাই বসে থাকি, আঙুলের কর গুনি, নামতা পড়ার মতো করে, জ্যোতিষীর মতো রেখা চিনি, আর বাকি যা কিছু আনাগোনা করে,
মনে মনে, সব, সব নিয়েই অপেক্ষা করি
অপেক্ষা আর শুধুই অপেক্ষা।
সময়ের সাথে প্রতিটা ক্ষণ আমার তর্ক-দ্বন্দ্ব।
মাঝে মাঝে এমন রাতও আসে, যখন আকাশে একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে, আর ঠিক তখনই, হিমেল হাওয়ায় আঁকা হয়ে যায় আমার রাজপথ….
শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবীর অধিকার।
"মাঝে মাঝে এমন রাতও আসে, যখন আকাশে একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে, আর ঠিক তখনই, হিমেল হাওয়ায় আঁকা হয়ে যায় আমার রাজপথ….
শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবীর অধিকার।" ___ চমৎকার কথা কাব্য। শুভসকাল প্রিয় কবিবন্ধু।
অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ প্রিয় বন্ধু।
আঙুলের কর গুনি, না হরতাল হবে ভাঙ্গবে ঘর
রাস্তা পরিস্কার ফুলে রাঙা বালুচর——–সুন্দর লাগল দিদি
বাহ্ কবিবাবু। ধন্যবাদ।
বেশ লিখেছেন, আরও লিখতে থাকুন আমরা পড়তে থাকব। আপনার জন্য শুভ কামনা রইলো!