তোর জন্য
তোর জন্য বনপলাশী
আমার জন্য কাঁটা
তোর জন্য ইচ্ছে কুসুম
অনেকটা পথ হাঁটা।
তোর জন্য চাঁদের রং
সুর্য্যি ডোবা আলো,
তোর জন্য মেঘলা মন
শব্দেরা জমকালো।
তোর জন্য জ্যোৎস্না নদী
স্বপ্নবিলাস হাওয়া,
তোর জন্য লালরঙা টিপ
ভাটিয়ালি গান গাওয়া।
তোর জন্য পাখির ডাক
অানন্দময় ঢেউ,
তোর জন্য আমি আছি
আমার তো নেই কেউ।
অনেকদিন পর আপনার হাতে ছন্দ-বোধের লিখা উঠে আসলো সম্ভবত। দারুণ বন্ধু।
ঠিক ধরেছেন বন্ধু। সতত ব্যস্ততার পর কিছু একটা করতে পারলাম মনে হয়।
"তোর জন্য পাখির ডাক
অানন্দময় ঢেউ,
তোর জন্য আমি আছি
আমার তো নেই কেউ।"
শুভ কামনা কবিদি।
শুভকামনা আপনাকেও দাদা।
এমনটা করে বলতে পারাতেই স্বার্থকতা।
ধন্যবাদ
ছন্দ সুরের দারুণ অনুরণন কবি রিয়া।
শুভেচ্ছা কবি সুমন আহমেদ।
মুগ্ধ করার মতো কবিতা কবি রিয়া। শুভেচ্ছা।
ধন্যবাদ কবি শাকিলা তুবা দি।
কবিতার জয় হোক।
ধন্যবাদ দাদা।
বেশ ছন্দময় দিদি
শুভেচ্ছা কবিবাবু।
"তোর জন্য আমি আছি
আমার তো নেই কেউ।"
এখানে এক গভীর বেদনাবিধুর চিত্রকল্প আঁকলেন কেন কবি!
বাহ কবি ইলহাম দা। অনেকদিন পর আপনার উপস্থিতি।
শুভকামনা প্রিয়জন
ধন্যবাদ প্রিয় কবি দা।
মন ছুঁয়ে যাওয়া অসাধারন একটা কবিতা পড়লাম কবি রিয়া দি'ভাই।শুভ কামনা। দু'টো লাল গোলাপ…
ধন্যবাদ প্রিয় কবি রানু দি।
" তোর জন্য আমি আছি
আমার তো নেই কেউ।"
বুকের ভেতর ভীষণ একটা ধাক্কা লাগলো।
অনেক ভালো লেখা।
শুভেচ্ছা নিরন্তর।
আপনার জন্যও শুভকামনা দাদা।
সমগ্র সৃষ্টি তোর জন্য, তুই শুধু তোর হয়ে যা– আমি আমার হব তোকে ভালোবেসে।
তোর জন্য আমি আছি
আমার তো নেই কেউ। দুর্দান্ত কবি দিদিভাই
ধন্যবাদ কবি জাহিদ অনিক দা।