ঝরো পূর্ণতায়
না হয় চুপটি করো। থাকবো রাতের পাশটিতেই
কতোটা মেঘ জমলে পরে, কান্না ঝরে বৈশাখেই
এখন যেমন গাইছে পাখি, ব্যালকনিতে সূর্যোদয়
বৃষ্টি তোমায় ছন্দ দেবো, ঝরবে ঝরো পূর্ণতায়
যেমন ক’রে পাহাড় ফুরোয়, ধূসর বাসর নীলঘন
কালচে মৃত্যু ছড়িয়ে বনে, সবুুুজে প্রাণ নিমগ্ন
বরফদেশের সুরগুলো সব, মুখর হলো উষ্ণতায়
আলতো করে মন মেশাবো, ম্যাপেল বনের উচ্চতায়
চলছে নদী ধমনীতে, সামনে জোয়ার সাবধানে
হৃদয় খুলে দিলাম দ্যাখো, মধ্যবেলার যৌবনে
এই অবেলায় ফুরোলো দিন, আকাশ হলো মেঘাতুর
অন্তরাতে বাঁধছি জীবন, ডানায় মিলায় রোদ্দুর
সুন্দর ভাবনা।
সুন্দর লিখা। পাঁচ তারকা উপহার রইলো প্রিয় কবি। শুভ সকাল।
চমৎকার দিদি
খুউব সুন্দর কবিতা দিদি ভাই। অভিনন্দন।