একগুচ্ছ পরানের কথা (০০১~০০৫)

পরানের কথা ০০১
~~~~~~~~~~~~~~
ভালো মানুষ সহজ মানুষ
বোকার সনদ পায়
ধূর্ত-কুটিল ভালো’র মাথায়
কাঁঠাল ভেঙ্গে খায়।

পরানের কথা ০০২
~~~~~~~~~~~~~~~~
মূল্যবোধের মূল্যতো নাই
স্বার্থসিদ্ধিই বড়
মানবতা রুদ্ধ করে
কিসের বড়াই করো?

পরানের কথা ০০৩
~~~~~~~~~~~~~~
প্রশ্ন শুধু ফাঁস হয়ে যায়
দাস হয়ে যায় পড়া,
সনদ জোটে বড়ো বড়ো
জ্ঞানই কেবল ধরা।

পরানের কথা ০০৪
~~~~~~~~~~~~~~~
খাদ্যে ভেজাল, কী আর করা
ঔষধে সাড়াবো
ঔষধেও যে ভেজাল ম্যালা
হাত কোথায় বাড়াবো!!

পরানের কথা ০০৫
~~~~~~~~~~~~~~
তেলবাজেরা ভালো ছিলো
আছে এবং থাকবে
পাশাপাশি নিরীহদের
অশান্তিতে রাখবে।

4 thoughts on “একগুচ্ছ পরানের কথা (০০১~০০৫)

  1. এক নিঃশ্বাসেই পড়ে নেয়ার মতো লিখা। আপনার এই ধাঁচের লিখা আমার ভীষণ পছন্দ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর উঠে এসেছে। আজকাল সত্য-কথন ক'জনই বা শোনে। শুভেচ্ছা জানুন দাদা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।