মানুষ মহীয়ান

মানুষ মহীয়ান

কতো সময় গেছে তীর্থভূমি দিকে চেয়ে
শিশুর মতন টেনে নিয়েছ অসাধু জীবন
বোহেমিয়ান সন্ধ্যায় কিছু পাপ এসে দাঁড়িয়েছে দরজায়

আত্মাটাকে ধরে রাখ নয়তো
অতীতের পড়শী খুবলে খাবে সব
মানুষের কাটছে এখন মধ্যবিত্ত জীবন

পাপ মাফ চাই প্রভু
কদর্যতা ছাড়া কিছুই নাই সঞ্চয়
মদ মাংসে কেটেছে অষ্টপ্রহর

জান্নাত জাহান্নাম কিছুই বুঝি না
খুঁজতেও যাইনি কোনোদিন
মানুষ ছাড়া কিছুই দেখি না আর।

4 thoughts on “মানুষ মহীয়ান

  1. গম্ভীর এবং গভীর চেতনা দর্শণের লিখা। চমৎকার সব সৃষ্টি আপনার। অভিনন্দন রইলো।

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মুরুব্বী

মন্তব্য প্রধান বন্ধ আছে।