পুরুষবন্দনা

পুরুষবন্দনা

কি কথা কহিব তবে তোমার সনে,
পশ্চিমা বেশধারী বঙ্গ পুরুষ!

তুমি মিছিলে গিয়াছিলে পঞ্চ পান্ডব সকাশে
নিজ থালায় চাহিয়াছিলে অমৃতার্ঘ্য
নারী মাতা, নারীই ভোগ্যা
দ্রৌপদীর মুখরোচক ব্যাঞ্জন জিভাগ্রে
এই তো জানিয়াছ অদ্যাবধি
কি দিয়া আর করিবে বরণ
অন্তরে অন্তরে যে নারী হইয়াছে পুরুষের অধিক!

নারীকে সন্মান এতটা দান দিতে নাই
জানিয়াও কেমন বেশ চয়ন করিয়াছ ফুল
ও ফুল কবরী রচিবে, বারাঙ্গনার তাজিয়া নহে
তাহাও করিয়া দিয়াছ নির্ধারন
তুমি নারীকে গন্ডিতে ভালবাসো
গন্ডিতেই স্বাধীন দেখিতে চাহো
মহান সেই বাসনা বুঝিতে পারিল না তঞ্চক নারী, ধিক!

এই নারী তব অনুপযোগী, বীরভোগ্যা কদাপি নহে
বঙ্গপুরুষ সতীবতী সীতার লাগিয়া বলয় করহ অঙ্কন
নানারূপে ভজ দেবী বন্দনা, যতত সত্যগীত
চন্ডীকা নাম কদাপি আনিও না চাঁদমুখে
শস্ত্রধারিনী চামুন্ডা টানিবে মস্তক শশ্মানঘাট পানে
বেদ, পুরান মিথ্যা করিও না পুরুষ
ভুলিও না আপনার বাহুবল।

পশ্চিমাশ্রয়ী পুরুষ, অন্তরে করিয়াছ ধারন যেমত কোমল নারীমুখ
পূজায় তাহার ঢালিয়া মন, আপনি পূজিত হও তাহারো অধিক।

34 thoughts on “পুরুষবন্দনা

    1. অভিনন্দন আপনাকেও কবি সাইদুর রহমান১ ভাই। :)

  1. "পশ্চিমাশ্রয়ী পুরুষ, অন্তরে করিয়াছ ধারন যেমত কোমল নারীমুখ
    পূজায় তাহার ঢালিয়া মন, আপনি পূজিত হও তাহারো অধিক।"

    ____ অসাধারণ দুটি লাইন। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ বন্ধু আজাদ ভাই। :)

  2. দূর্দান্ত সাহসী লেখা দিদি ভাই। অভিনন্দন।

  3. পুরোটাই মাথার উপর দিয়া গেলো। না বুঝিয়া মন্তব্য করিয়া পুরুষ জাতিকে আরো নীচু করবো?  থাক, এরচেয়ে মৌনতাই শ্রেয়। তবে সব পুরুষ এক নয়, কাপুরুষ, সাধারণ পুরুষ, আছে মহাপুরুষও

     

    মনে রাইখেন সন্ন্যাসিনী cheeky

    1. আপনার কথা গুলো বিশ্বাস করি ভাই। পৃথিবীতে সব ধরণের মানুষই আছে। :)

  4. অসাধারণ কবি বোন শাকিলা তুবা। চলুক কবিতা এবং কবিতার জয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। :)

  5. পশ্চিমাশ্রয়ী পুরুষ, অন্তরে করিয়াছ ধারন যেমত কোমল নারীমুখ
    পূজায় তাহার ঢালিয়া মন, আপনি পূজিত হও তাহারো অধিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ কবি সাজিয়া আফরিন আপা। :)

  6. বংকিম চন্দ্রের আদলে লেখা

    করিলেন আজ কাব্য প্রদর্শন;
    বুঝিবার তরে খুঁজি অর্থ…
    জানাই কবিকে অভিনন্দন।
    চির সম্মান নারী জাতিকে
    দিতে নাহি কোন কার্পণ্য;
    ছিলে তুমি সম্মানের অধিকারী
    চির অম্লান তুমি অনন্য।

    লেখায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় কবি বোন শাকিলা তুবা।

    1. দারুণ মন্তব্য করেছেন তো শরীফ ভাই। খুশি হলাম। :)

  7.  মায়ের জাতি নারীদের ন্যায্য সম্মানটুকু সব পুরুষদেরই দেওয়া উচিৎ বলে মনে করি। বীরপুরুষ নাই-বা হলাম, আমিও কিন্তু একজন পুরুষ! 

    আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় শাকিলা তুবা দিদি। 

    1. ধন্যবাদ নিতাই দা। সরল গরল ভালো মন্দ নিয়েই না আমাদের সমাজ !! 

  8. জাগরণ কেন্দ্রীভূত কবিতা, ভাল লেগেছে দিদি,। শুভকামনা রইলো

    1. ধন্যবাদ কবি আদেল পারভেজ ভাই। :)

  9. পুরুষবন্দনা ভাবতে নেই

    নিজের পূজা নিজেই দেই

    নইলে কি আর চলে কোন বন্দনা——–

     

    বেশ প্রেরণা পেলাম কবি তুবা আপু

     

  10. "……………পঞ্চ পান্ডব সকাশে"
    "………………অমৃতার্ঘ্।।"

    "দ্রৌপদীর ………ব্যাঞ্জন জিভাগ্রে"

    "কবরী ……বারাঙ্গনার তাজিয়া"
    "………… তঞ্চক"

    "……………… বীরভোগ্যা কদাপি"

    "চন্ডীকা নাম কদাপি……….শস্ত্রধারিনী চামুন্ডা"

    "পশ্চিমাশ্রয়ী ………"

     

    বাহ! অসধারণ শব্দ ভান্ডার আপনার কবি শাকিলা তুবা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    অসধারণ মেসেজ আছে এই কবিতায়।

    "পূজায় তাহার ঢালিয়া মন, আপনি পূজিত হও তাহারো অধিক"— এই লাইনটিতে এসে আমি বিস্মিত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

     

  11. শস্ত্রধারিনী চামুন্ডা টানিবে মস্তক শশ্মানঘাট পানে
    বেদ, পুরান মিথ্যা করিও না পুরুষ
    ভুলিও না আপনার বাহুবল।

     

    আলোচিত কাব্যাংশে পুরুষের জয়গান কাব্যকে অধিক হৃদয়গ্রাহী করিয়া তুলিয়াছে সন্দেহ নাই তথাপিও পুরুষ বন্দনায় কবির লেখনী অযাচিতভাবে যাইপরনায় সুমধুর কাব্য রচনা করিয়াছে একথা নির্দ্বিধায় ও দ্বিধাহীন চিত্তে স্বীকার করিতে হয়।

    1. খুশি হলাম ভাণ্ডারী ভাই। আদাব। :)

  12. চমৎকার ভাবনা কবি।

    শুভ কামনা সতত …

    1. ধন্যবাদ কবি শান্ত চৌধুরী ভাই। :)

  13. আমি নির্বাক,,, কবিতায় শুভেচ্ছা জানবেন।   

    1. ধন্যবাদ সালজার রহমান সাবু ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।