যখন সন্ধ্যা নামে ….
আবিরের রঙে হারায় ধূসর বিকেল।
অনবরত পাখিদের কলরব
নীড়ে ফিরে যাওয়ার স্লোগান।
শেষ বিকেলের সূর্যটা
লাল আগুনের লেলিহান দিয়ে
শাসাতে চায় ধরাকে।
মেষনার স্রোতশীল নদীর
জলে,বালিহাঁস খেলে যায়।
দু’একটা কাঠবিড়ালির ছুটাছুটি
এগাছের ডাল ছেড়ে ওগাছে।
মাঝিমাল্লারা অাপন নিবাসে
ফিরে যাওয়ায় মত্ত।
কিছু জেলে ছোট ডিঙ্গিনাওয়ে
ভেসে ইলিশের জাল
ফেলে অপেক্ষার প্রহরে।
গায়ের বধু ব্যস্ত হয়ে পরে
রান্নাবান্না শেষ করে
সন্ধ্যা রাতের প্রদীপ জ্বেলে।
জোনাকগুলো নিভুনিভু আঁধারে
আলো জ্বেলে হারিয়ে যায়
রাতের আধাঁরে।
যখন সন্ধ্যা নামে
নীড়ে ফিরে যাওয়ার ছুটাছুটি
অনবরত অনন্ত আদি।
জোনাকগুলো নিভুনিভু আঁধারে
আলো জ্বেলে হারিয়ে যায়
রাতের আধাঁরে। __ গুড জব মি. শান্ত চৌধুরী।
ধন্যবাদ
শুভ কামনা সতত …..
কবিতার ভালো প্রয়াশঃ কবি। নিয়মিত লিখুন।
ধন্যবাদ
অনাবিল শুভ কামনা…
আপাতত ঠিক আছে। আগামীতে আর একটু পরিশীলন চাই কবি দা।
ধন্যবাদ
চেষ্টা করবো, পাশে থাকুন
সন্ধ্যা আমাদের অনেককেই নস্টালজিয়ায় ফেলে দেয়। বিবর্ণও করে কখনও কখনও।
ধন্যবাদ
নস্টালজিক ভাবনায় অন্তঃপুরে ডুবে যাক প্রাণের উচ্ছ্বাসে
পড়লাম কবিতা।
ধন্যবাদ
শুভ কামনা সতত
আবিরের রঙে হারায় ধূসর বিকেল।
অনবরত পাখিদের কলরব
নীড়ে ফিরে যাওয়ার স্লোগান।
ভালোবাসা কবি শান্ত ভাই।
ধন্যবাদ
অনাবিল শুভ কামনা
সুন্দর সুন্দর লিখা আপনার হাত হয়ে আসবে এই প্রত্যাশায় শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ
পাশে থাকলে হয়তো পারবো
শুভেচ্ছা সতত
ভাবনার আকাশ আলোঝলসিয়ে
দীপান্বিত হবে একদিন;
…..
শুভেচ্ছা জানবেন ভাই
ধন্যবাদ
প্রতিটি প্রহর হউক অনাবিল
ধন্যবাদ
অনাবিল শুভ কামনা ………
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
ধন্যবাদ
অনাবিল শুভ কামনা ….
জোনাকগুলো নিভুনিভু আঁধারে
আলো জ্বেলে হারিয়ে যায়
রাতের আধাঁরে।
যখন সন্ধ্যা নামে
নীড়ে ফিরে যাওয়ার ছুটাছুটি
অনবরত অনন্ত আদি।
সুন্দর লিখেছেন কবি। আন্তরিক অভিনন্দন জানাই।
সাথে থাকবেন, পাশে রাখবেন।
জয়গুরু!
ধন্যবাদ
অনাবিল শুভ কামনা ….